কর্তব‍্যরত ট্রাফিক কর্মীকে গালিগালাজ ও চড় মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে

4th February 2021 6:23 pm বাঁকুড়া
কর্তব‍্যরত ট্রাফিক কর্মীকে গালিগালাজ ও চড় মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  কর্তব্যরত এক ট্রাফিক কর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগাজ ও চড় মারার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের স্ট্যাচু মোড়ের ঘটনা। পরে ঐ যুবকের সঙ্গে কর্তব্যরত ঐ ট্রাফিক কর্মীর ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায়। যদিও এতো সবের পরেও অভিযুক্ত ঐ যুবককে আটক করতে পারেনি পুলিশ।

স্ট্যাচু মোড়ে কর্তব্যরত শম্ভুনাথ সিনহা নামে ঐ ট্রাফিক কর্মীর অভিযোগ, রাস্তার জ্যাম ছিল। আমি যাননিয়ন্ত্রণ করছিলাম। কিন্তু ঐ যুবক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। প্রতিবাদ করায় কলার ধরে মারধোর করে বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চ পদস্থ কর্মীরা। উপস্থিত এক পুলিশ আধিকারিক বলেন, ঐ যুবককে চিহ্নিত করার কাজ চলছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।